মাত্র তিন দিনে পাহার সমুদ্র ও জঙ্গল এক সাথে ভ্রমন তাও আবার কলকাতার কাছে ভাবা যায় ? হা আপনি ঠিক ধরেছেন দারিংবাড়ি যাকে উড়িষ্যর কাশ্মীর বলে। দারিংবাড়ি হল উড়িষ্যার কান্ধমাল জেলার একটি হিল স্টেশান। এখানকার আদিবাসিদের ভাষা থেকে জানা যায় দারিং শব্দের অর্থ হল উপত্যকা ও বাড়ি শব্দের অর্থ হল বাড়ি অর্থাৎ উপ্ত্যকার বাড়ি। দারিংবাড়ি যাবার সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। তবে বছরের অন্য সময় ও পর্যটকরা দারিংবারি এসে থাকে। একে উড়িষ্যর কাশ্মীর বললেও এখানে বরফ পড়ে না। তবে পাহাড়ি এলাকা হওয়ার জন্য শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রীর কাছা কাছি হয়ে যায়। তাই ভোরের দিকে অনেক সময় শিশির জমে বরফ হয়ে যায়। দারিংবাড়ির কাছাকাছি আপনি তপ্তপানি, জিরাং মনেস্ট্রি, সুন্দা ড্যাম, খাসাদা ওয়াটার ফলস ও গপাল্পুর সী বিচ দেখে নিতে পারবেন। এখানে রয়েছে বিশাল বড় কফি ক্ষেত, পাইন বন ও বিভিন্ন মশলার গাছের বাগান। অন্যান্য পাহাড়ি জায়গার মত এখানেও সবুজে মোরা পাহাড় ও তার সাথে বেয়ে চলা ঝর্না আপনাকে মুগ্ধ করবে।
দারিংবাড়ি কিভাবে যাবেন
ট্রেনে হাওড়া থেকে যেতে হবে ব্রহ্মপুর স্টেশান
ক্রমন্ডল এক্সপ্রেস, ফমকনামা এক্সপ্রেস, চেন্নাই মেল, অমরাবতী এক্সপ্রেস ইত্যাদি যেসব ট্রেন চেন্নাই বা বাঙ্গালুরু যায়, সবই ব্রহ্মপুর স্টেশানে থামে।
- 18047 AMARABATI EXP HOWRAH 23:30 BRAHMAPUR 08:30
- 12839 MADRAS MAIL HOWRAH 23:45 BRAHMAPUR 09:30
- 12863 YASHBANTAPUR EXP HOWRAH 20:35 BRAHMAPUR 08:00
ব্রহ্মপুর স্টেশন এর কাছে পুরনো বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুকিং করে সোজা ১২০ কিমি দারিংবারি হোটেলে পৌঁছে যাওয়া যায়।
ভুবনেশ্বর স্টেশান থেকে
ভুবনেশ্বর স্টেশন থেকেও গাড়িভাড়া করে দারিংবাড়ি যাওয়া যায়। ভুবনেশ্বর স্টেশন থেকে দারিংবাড়ি দূরত্ব ২৫০ কিমি।
দারিংবাড়ি থাকার জায়গা
দারিংবাড়িতে হোটেলের সংখ্যা কম। তাই শীতকালে এলে আগে থাকতে রুম বুক করে রাখাই ভাল। ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে দারিং বাড়িতে ভাল রুম পাওয়া যায়। এখানে কটেজে থাকারও সুব্যাবস্থা আছে।
Deers Eco Home
Daringbadi, Near Hill View Point, Kandhamal, Odisha 762104
Phone: 094384 22452
Web: www.ecohome.org.in
Hotel Padma
Radhakrishna Temple Rd, Daringbadi, Odisha 762104
Phone: 079781 66733
Web: www.hotelpadma.in
Hotel Utopia
Main Road, Daringbadi, Odisha 762104
Phone: 070082 40548
Deers Eco Home – 094384 22452
Hotels:
Gaura – +91 8917574194
Midtown – +91 933 733 5835
Sine Inn – +91 7978106742
Daringbari Resort – +91 98754 18097
তপ্তপানি ও ডিয়ার পার্ক
ব্রহ্মপুর স্টেশান থেকে গাড়ি করে তপ্তপানি ও ডিয়ার পার্ক যাওয়া যায়। তপ্তপানিতে একটা প্রাকৃতিক উষ্ণ প্রস্রবন আছে। পাশে একটা মন্দিরও আছে। আপনি চাইলে পুজ দিতে পারেন। তপ্তপানি থেকে আরও কিছুটা এগিয়ে গেলে খাসাদা ওয়াটার ফলস। পরবরতি গন্তব্য হল জিরাং মনেস্ট্রি।
দারিংবাড়ি
১. দারিং বাড়ি যাবার পথে পড়ে এই মৃদুমান্দা ওয়াটার ফলস। অপূর্ব সুন্দর এই ঝর্না দেখতে পাথর বেয়ে একটু নিচে নামতে হয়।
২. দারিং বাড়ি লাভার্স পয়েন্ট – এটা মূলত একটা পিকনিক স্পট। পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী।
৩. হিলটপ পার্ক হল দারিংবাড়ি এর অন্যতম আকর্ষন। পার্কটি খুব ভাল করে সাজান। এখানে দুটি ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দুরের পাহাড় গুলির অপরুপ দৃশ্য চোখে পরার মত। ভোরবেলা এখান থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়। এই পার্কের ঠিক উল্টো দিকে আছে নেচার পার্ক।
৪. মিদুবান্দা ওয়াটার ফলস – দারিং বাড়ির সবচেয়ে সুন্দর ঝরনা হল এই মিদুবান্দা। প্রায় অনেক গুলি সিঁড়ি বেয়ে নিচে নাবতে হয়। কিন্তু এই ঝরনা সত্তিই আপনার মন কেরে নেবে।
দারিং বাড়িতে সরকারি উদ্য়গে তৈরী হওয়া কফি ও গোল মরিচের বাগান রয়েছে। চাইলে টেস্ট করে দেখতে পারেন আসল মরিচের স্বাদ ও গন্ধ। দারিং বাড়িতে পাইনের বনের ভিতর দিয়ে হাটতে হাটতে নিস্তব্ধ প্রকৃতির আনন্দ নিতে পারবেন।