দর্শনা বণিক টেলিভিশন, সিনেমা ও মডেলিংয়ের দুনিয়ায় এখন এক অতি পরিচিত মুখ। দর্শনার ডাক নাম হল দর্শা। খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে তার জন্ম হয়। প্রথমে কলকাতার বিধাননগর মিউনিসিপাল হাইস্কুল থেকে স্কুল জীবন শুরু করেন। এরপর তিনি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন। পড়াশোনায় দর্শনা বরাবরই বেশ ভালো। পড়াশোনার সাথে সাথে তার অভিনয় ও মডেলিংয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তিনি যখন কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন তখনই মডেলিংয়ের জন্য চেষ্টা করতে শুরু করেন। দর্শনা বেশ কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। সেগুলি হল বোরোলিন, ভোডাফোন, পিসি চন্দ্র জুয়েলার্স, কালার্স, এফবিবি, ভিভেল অন্যান্য।
দর্শনা বণিক (Darshana Banik) অভিনীত সিনেমা ও ওয়েব সিরিজ
এরপর দর্শনা বণিক মডেলিং ক্যারিয়ার এর সফলতা অর্জন করে বাংলা সিনেমা ‘জোজো’ তে 2018 সালে প্রথম অভিনয় করেন। তার অভিনীত উল্লেখ যোগ্য বাংলা সিনেমা ‘আসছে আবর শবর’। এই সিনেমাতে দর্শনার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। দর্শনা এরপর বেশ কিছু তামিল, তেলেগু ও হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম তেলেগু ছবি ‘আটাগিলু’। এছাড়া 2020 সালে ‘এজরা’ সিনেমাতে দর্শনা বণিক অভিনয় করেন ইমরান হাশমির সাথে।
রিসেন্টলি দর্শনা 2021 সালের নতুন ওয়েব সিরিজ ‘হ্যালো মিমি ২’ তে অভিনয়ের জন্য সাইন করেছেন। এছাড়াও 2021 সালে Dybbuk (Amazon Prime) নামে একটি সিনেমাতেও তার অভিনয় করার কথা আছে। দর্শনার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ওয়েব সিরিজ গুলি হল ব্যোমকেশ, বউ কেন সাইকো ও হ্যালো মিনি।
সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি
দর্শনা বণিক সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ। প্রতিদিন তিনি ইনস্টাগ্রামে নতুন নতুন ছবি পোস্ট করেন। এছাড়াও ইউটিউবে তার বেশ কিছু মিউজিক ভিডিও আছে। আগে তিনি টিক টক এ ভিডিও আপলোড করে বেশ জনপ্রিয় হয়েছিলেন।
Darshana Banik Biography
প্রকৃত নাম (Real Name) | দর্শনা বণিক (Darshana Banik) |
Nick Name (বাড়ির নাম) | দর্শি |
Profession (পেশা) | অভিনয়, মডেলিং ও ড্যান্সিং |
আত্মপ্রকাশ (Debut) | ২০১৮ সালে প্রথম অরিন্দম সিল পরিচালিত ‘আসছে আবার শবর’ বাংলা সিনেমাতে অভিনয় করেন। ওই বছরই অর্ঘদীপ চ্যাটার্জী পরিচালিত ‘জোজো’ সিনেমাতে দর্শনা বনিক কাজ করেন। এছাড়া ২০১৮ সালে ‘আটাগালু’ তেলেগু সিনেমাতে অভিনয় করেন। |
সিনেমা | এর পরে তিনি ২০১৯ সালে তিনটি বাংলা সিনেলা মুখোমুখি, নেটওয়ার্ক ও হুল্লোর এ অভিনয় করেন। ২০২১ সালে তার অভিনীত সিনেমা গুলি হল জতুগৃহ, ব্লাক, মৃগয়া, অন্তরাত্মা, প্রতিঘাত, অপারেসান সুন্দরবন, জালবন্দী ইত্যাদি। |
ওয়েব সিরিজ | ২০১৮ সালে হইচই ওটিটি তে সিক্স ২০১৯ সালে হইচই ওটিটি তে বউ কেন সাইকো ২০২১ সালে হইচই ওটিটি তে বোমকেশ ২০২১ সালে এম এক্স প্লেয়ার ওটিটি হ্যালো মিনি ৩ |
পুরস্কার (Awards) | update soon |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 15.08.1994 |
বয়স (Age) | 27 Years |
জন্ম স্থান (Birth Place) | কোলকাতা, ওয়েস্ট বেঙ্গল |
ঠিকানা (Address) | মুম্বাই, ইন্ডিয়া |
নাগরিকতা (Nationality) | Indian |
নিজের শহর (Home Town) | Mumbai, India |
বিদ্যালয় (School) | বিধাননগর মিউনিসিপ্যাল হাই স্কুল |
কলেজ (College) | ইস্ট কোলকাতা গার্লস কলেজ থেকে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট রবিন্দ্র ভারতী ইউনিভার্সিটি |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | পোস্ট গ্রাজুয়েট |
ধর্ম (Religion) | Hinduism |
পরিবার (Family) | বাবা- update soon মা- update soon ভাই – update soon |
ভাল লাগা (Hobbies) | সুইমিং, ডান্স |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 170, 5.7 ft |
আনুমানিক ওজন (Weight) | 54 kg |
চোখের রঙ (Eye Colour) | Black |
চুলের রঙ (Hair Colour) | Black |
জুতা (Shoe Size) | 5 inch |
Favorite Things | |
প্রিয় খাবার (Favorite Dish) | বাঙালী খাবার |
প্রিয় অভিনেতা (Favourite Actor) | Salman Khan, |
প্রিয় নায়িকা (Favourite Actress) | Vidya Balan |
প্রিয় গায়ক(Singer) | Update soon |
প্রিয় খেলা () | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় () | Update soon |
প্রিয় সিনেমা (Favourite Film) | Update soon |
প্রিয় রঙ (Favourite Colour) | Blue |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | লন্ডন |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | অবিবাহিত |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | Update soon |
স্বামী (Husband) | Update soon |
সন্তান (Daughter/Son) | Update soon |
Car Collection | Update soon |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | প্রতি সিনেমা পিছু ২ লক্ষ টাকা নিয়ে থাকেন। |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | ১ কোটি |
Reach To | |
darshanabanik | |
darshanabanik | |
Tweeter | darshanabanik |
Darshana Banik Music Videos
Year | Video | Language | Singer |
2017 | Yeh Dil Hain Bekarar | বাংলা | Benny Dayal |
2018 | মেঘের ডানায় | বাংলা | Imran Mahmudul, Madhubanti Bagchi |
2019 | তোর নামের ইচ্ছেরা | বাংলা | Imran Mahmudul |
2020 | মাঝে মাঝে তব | বাংলা | Arindom Chatterjee |
2021 | Tu Hi Toh Hai Khuda | হিন্দি | Raj Barman |