বাংলা সিনেমার এক অন্যতম সেরা নায়িকা হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মিমির জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায়। তার বাবা হলেল অরুন চক্রবর্তী আর মা হলেন তাপসী চক্রবর্তী। মিমি ছোট বয়সে কিছুদিন জলপাইগুড়ি কাটালেও পরে পরিবারের সাথে বেশ কয়েক বছর তার অরুণাচল প্রদেশের তিলক জেলায় কাটে। পরে তিনি আবার জলপাইগুড়ি ফিরে আসেন। মিমি জলপাইগুড়ির হলি চাইল্ড স্কুল থেকে স্কুল জীবন শেষ করে কলকাতায় এসে আশুতোষ কলেজে ভর্তি হন। প্রথম থেকেই মিমির অভিনয়ের প্রতি একটা আকর্ষন ছিল। কলেজে পড়া কালিন তিনি মডেলিংয়ে যোগ দেন ও ফেমিনা মিস ইন্ডিয়া কনটেস্টে পার্টিসিপেট করেন। অভিনয় ও মডেলিংয়ের সাথে মিমি খুব ভালো গান করে থাকেন।
অভিনয়ঃ
তার জীবনে অভিনয়ের প্রথম সুযোগ আসে স্টার জলসায় ‘গানের ওপারে’ সিরিয়ালে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই সিরিয়ালটা খুব জনপ্রিয় হয়েছিল। আর তার সাথে মিমির অভিনয়ও সকলের মন জয় করেছিল। এরপর জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় একটা ছোট রোলে মিমি অভিনয় করেন। তারপর 2012 সালে ‘বাপি বাড়ি যা’ ছবিতে অভিনয় করার সুযোগ হয়। এই সিনেমায় মিমির অসাধারণ অভিনয় প্রতিভার জন্য তিনি টেলি সম্মান অ্যাওয়ার্ড পান। এরপর ওই একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমাতে সোহমের বিপরীতে মিমি অভিনয় করেন। এই সিনেমাটি দর্শকদের মনে ভালো জায়গা করে নেয়। এরপর মিমি একাধিক সিনেমায় সাফল্যের সাথে অভিনয় করে যান। ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘শুধু তোমারই জন্য’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ ইত্যাদি। এরপর 2016 সালে অঙ্কুশ হাজরার সাথে মিমি অভিনয় করেন ‘কি করে তোকে বলবো’ সিনেমায়। আর এই সিনেমা মিমিকে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে যায়। এরপর 2018 সালে যশ দাশগুপ্তের বিপরীতে ‘টোটাল দাদাগিরি’ সিনেমায় অভিনয় করেন।
ব্যক্তিগত জীবনঃ
2012 সালে মিমি যখন রাজ চক্রবর্তীর সাথে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় কাজ করছিলেন তখন তিনি রিলেশনে জড়িয়ে পড়েন। তবে মিমির এখন স্ট্যাটাস সিঙ্গেল অর্থাৎ এখন তিনি কোন রিলেশনে নেই। মিমির অত্যন্ত প্রিয় কাছে সঙ্গী হলো তার কুকুর চিকু। এছাড়া মিমির প্রিয় বন্ধু হল অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান। তিনি অভিনয়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট একটিভ থাকেন। ইনস্টাগ্রামে মিমির প্রায় 3 মিলিয়ন ফলোয়ার্স আছেন। অভিনয়ের সাথে সাথে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, ডান্স, মডেলিং ইত্যাদি করে থাকেন।
রাজনীতিঃ
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) রাজনৈতিক জীবনে পা রাখেন 2019 সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। এরপর ওই বছরই তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হন। 2019 সালের লোকসভা ভোটে বিপুল ব্যবধানে যাদবপুর কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জেতেন।
ঐন্দ্রিলা সেন লাইফ স্টাইল, বয় ফ্রেন্ড, সিরিয়াল, সিনেমা, মোট সম্পত্তি ইত্যাদি
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) Height, Age, Husband, Family, Children, Earning, Biography
Biography | |
প্রকৃত নাম (Real Name) | মিমি চক্রবর্তী |
Nick Name (বাড়ির নাম) | জানা নেই |
Profession (পেশা) | মডেল, অভিনেত্রী, রাজনীতি |
আত্মপ্রকাশ (Debut) | TV Serial: গানের ওপারে 2010 ,
প্রথম সিনেমা: বাপি বাড়ী যা 2012, ২০১৬ সালে অভিনীত সিনেমাঃ কি কোরে তোকে বলবো, কেলোর কীর্তি এবং গ্যাংস্টার। ২০১৭ সালে অভিনীত সিনেমাঃ পোস্টো এবং ধনঞ্জয় ২০১৮ সালে অভিনীত সিনেমাঃ টোটাল দাদাগিরি, ক্রিসক্রস এবং ভিলেন ২০১৯ সালে অভিনীত সিনেমাঃ শাগুফতা রফিক পরিচালিত মন জানে না। |
পুরস্কার (Awards) | টেলি সম্মান এওয়ার্ড ২০১১,
কোলকাতা দিজারেবল একটর এওয়ার্ড ২০১৬ |
রাজনীতি | Party: ALL INDIA TRINAMOOL CONGRESS
মিমি তৃনমূলে যোগদেন ২০১৯ সালে। আর তখনই যাদবপুর লোকসভা সিটে প্রতিদন্ডী করে জেতেন। |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 11.02.1989 |
বয়স (Age) | 32 Years |
জন্ম স্থান (Birth Place) | জলপাইগুড়ি, পশ্চিম বঙ্গ, ভারত |
ঠিকানা (Address) | N-0194, Puratan Pandapara Pashim, Gram Panchayat Khariya, Police Station Kotwali, Dist. Jalpaiguri -735132 |
নাগরিকতা (Nationality) | Indian |
নিজের শহর (Home Town) | Kolkata, India |
বিদ্যালয় (School) | হলি চাইল্ড স্কুল, জলপাইগুড়ি, |
কলেজ (College) | আশুতোষ কলেজ, কোলকাতা |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | স্নাতক |
ধর্ম (Religion) | হিন্দু ব্রাহ্মণ |
পরিবার (Family) | বাবা- অরুন চক্রবর্তী
মা – তাপসী চক্রবর্তী |
ভাল লাগা (Hobbies) | Dancing, Shopping |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 165 cm |
আনুমানিক ওজন (Weight) | 55 kg |
চোখের রঙ (Eye Colour) | ডিপ বাদামী |
চুলের রঙ (Hair Colour) | Light Brown |
জুতা (Shoe Size) | 6 inch |
Favourite Things | |
প্রিয় খাবার (Favourite Dish) | সন্দেশ, মিষ্টি দই |
প্রিয় অভিনেতা (Favourite Actor) | Shahrukh Khan |
প্রিয় নায়িকা (Favourite Actress) | Rani Mukherjee |
প্রিয় খেলা () | ক্রিকেট, বাস্কেট বল |
প্রিয় খেলোয়াড় () | সৌরভ গাঙগুলী |
প্রিয় সিনেমা (Favourite Film) | Bollywood- ‘Raaz’
Hollywood- |
প্রিয় রঙ (Favourite Colour) | Black |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | London |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | Unmarried |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | সিঙ্গেল, |
স্বামী (Husband) | নেই |
সন্তান (Daughter/Son) | নেই |
Car Collection | মারুতি সুইফট,
মহিন্দ্রা স্করপিও, |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | 75 থেকে 80 লক্ষ টাকা প্রতি সিনেমা |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | 3 কোটি |
Reach To | |
itsmimichakraborty | |
mimi chakraborty | |