Oindrila Sen বাংলায় সিরিয়াল ও সিনেমার জগতে সুন্দরী মিষ্টি অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলার জন্ম বাঙালি মধ্যবিত্ত পরিবারে। ঐন্দ্রিলা বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার বাবা শান্তনু সেন ছিলেন একজন সঙ্গীত শিল্পী। ছোটবেলায় ঐন্দ্রিলা তার বাবার কাছেই গান শেখে। তার বাবার ইচ্ছা ছিল মেয়েকে সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলা। কিন্তু ঐন্দ্রিলা তার নিজের ক্যারিয়ার নিজেই ঠিক করেন। ছোটবেলা থেকে বিভিন্ন অডিশন মডেলিং ইত্যাদি করেন। ঐন্দ্রিলা ছোটবেলায় পড়াশোনার সাথে সাথে অভিনয়, নাচ, গান ইত্যাদি করতে থাকে। পরে একটু বড় হলে অভিনয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে তাই গ্রাজুয়েশন ঐন্দ্রিলা ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করে।
ঐন্দ্রিলা সেন Oindrila Sen অভিনয় জীবনঃ
প্রথমে ২০০৪ সালে মাত্র ৭ বছর বয়সে রবিকিনাগী পরিচালিত ‘বন্ধন’ সিনেমাতে জীতের সাথে জুনিয়ার আটিস্ট হিসাবে অভিনয় শুরু। এরপর স্বাপন সাহা পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘অভিমুন্য’ সিনেমাতে একটি বাচ্ছার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে। তবে ২০১১ সালে জী বাঙালয় সাত পাকে বাঁধা সিরিয়ালে দুষ্টুর চরিত্রে অভিনয় করে ঐন্দ্রিলা সকলের মন জয় করে নেয়। এরপর স্টার জলসায় ২০১৮ সালে ফাগুন বৌ সিরিয়ালে অভিনয় করে ঐন্দ্রিলা প্রচুর নাম করেন। সাত পাকে বাঁধা ও ফাগুন বৌ সিরিয়ালে ঐন্দ্রিলা সেন অভিনয় করেন তার বেস্ট ফ্রেন্ড বিক্রম চ্যাটার্জীর সাথে।
ঐন্দ্রিলা সেন Oindrila Sen রিলেশান
অঙ্কুশ হাজরা সাথে ঐন্দ্রিলা সেন প্রথম পরিচয় হয় ডান্স বাংলা ডান্স এর সেটে। এর পর থেকেই ওদের ভালবাসার যাত্রা শুরু হয়। তবে প্রথমে কেওই মুখ খোলে নি। সাত পাকে বাঁধা ও ফাগুন বউ সিরিয়াল দুটি হিট করার পর সবাই কার ধারনা হয় বিক্রমের সাথে বোধ হয় ঐন্দ্রিলার রিলেসান আছে। কিন্তু পরে জানা যায় বিক্রম তার ভাল বন্ধু।
Biography | |
প্রকৃত নাম (Real Name) | ঐন্দ্রিলা সেন Oindrila Sen |
Nick Name (বাড়ির নাম) | মৌ |
Profession (পেশা) | অভিনয়, মডেলিং |
আত্মপ্রকাশ (Debut) | রঙিন গোধূলি (২০০৯) |
অভিনীত সিনেমা | রঙিন গোধূলি (২০০৯)
কেন মন তোকে চায়, ম্যাজিক |
অভিনীত সিরিয়াল | ফাগুন বৌ, সাত পাকে বাঁধা, |
পুরস্কার (Awards) | জী বাংলা – Zee Bangla Gaurav Awards
স্টার জলসা – Best on-screen couple on Television |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 31st March 1992 |
বয়স (Age) | 29 years |
জন্ম স্থান (Birth Place) | কোলকাতা |
ঠিকানা (Address) | কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
নাগরিকতা (Nationality) | ভারতীয় |
নিজের শহর (Home Town) | কোলকাতা |
বিদ্যালয় (School) | জানা নেই |
কলেজ (College) | মুক্ত বিশ্ববিদ্যালয় |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | স্নাতক |
ধর্ম (Religion) | হিন্দু |
পরিবার (Family) | বাবা – শান্তনু সেন,
মা – কৃষ্ণা সেন |
ভাল লাগা (Hobbies) | কুকিং, শপিং |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 163 cm |
আনুমানিক ওজন (Weight) | 55 kg |
চোখের রঙ (Eye Colour) | কালো |
চুলের রঙ (Hair Colour) | হাল্কা বাদামি |
জুতা (Shoe Size) | ৬ ইঞ্চি |
Favourite Things | |
প্রিয় খাবার ( Favourite Dish) | অমলেট, চিকেন, বিরিয়ানী |
প্রিয় অভিনেতা ( Favourite Actor) | আমির খান |
প্রিয় নায়িকা (Favourite Actress) | হেমা মালিনী |
প্রিয় খেলা ( Favourite Cricket) | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় (Sportsmen) | |
প্রিয় সিনেমা (Favourite Film) | বলিউড – রাজ
হলিউড – A Walk to Remember |
প্রিয় রঙ (Favourite Colour) | কালো |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | লন্ডন, দুবাই |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | অবিবাহিত |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | অঙ্কুশ হাজরা Ankush Hazra |
স্বামী (Husband) | নেই |
সন্তান (Daughter/Son) | নেই |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | 35k প্রতি এপিসোড |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | জানা নেই |
Car Collection | BMW 6 |
Reach To | |
Oindrila Sen Facebook | |
Love Oindrila Instagram | |
Tweeter |
“তিথির অতিথি” সিরিয়াল করার সময় ঐন্দ্রিলার প্রথম সিরিয়াল থেকে পয়সা উপার্জন শুরু করে। সেই সময় ঐন্দ্রিলা ভালোভাবে পয়সা গুনতে পারত না। ঐন্দ্রিলা প্রথম সিরিয়ালের শুটিং বাবদ দিন পিছু 500 টাকা করে পেতে শুরু করে। আর সেই টাকা যীশু সেনগুপ্ত একটা খামে ভরে ঐন্দ্রিলাকে দেয়। জীবনের প্রথম উপার্জনে ঐন্দ্রিলা ও তার মা দুজনেই খুব খুশি হয়। ঠাকুরের পায়ের ছুয়ে আশীর্বাদ নেয়। সেই সময় ঐন্দ্রিলার বাবা ওই টাকা জমিয়ে রাখার কথা বলেন, যাতে ভবিষ্যতে ওই টাকা ঐন্দ্রিলা নিজের ইচ্ছামত খরচা করতে পারে।
পরীমনির বিলাসবহুল জীবনযাত্রা, মদ্যপান। কত হাজার কোটির মালিক পরীমনি?
নুসরত জাহান নারী ক্ষমতায়ন ও আধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন