বাংলা সিনেমা ও সিরিয়াল ইন্ডাস্ট্রিতে উঠতি তারকাদের মধ্যে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এখন খুবই পরিচিত নাম। ঋতাভরীর ডাকনাম পাওলিন। আর তিনি খুব ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। কোলকাতার হরিয়ানা বিদ্যামন্দির থেকে সিবিএসসি বোর্ডে তিনি পড়াশোনা করেন। 2011 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা ভারতের মধ্যে প্রথম হন। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। ঋতাভরীর বাবা ও মা দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তার বাবা উৎপলেন্দু চক্রবর্তী একজন film-maker ও মা শতরূপা চক্রবর্তী মুভি ডিরেক্টর। এছাড়াও তার দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী একজন অভিনেত্রী।
বর্তমানে ঋতাভরী চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি বেশ কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনে সাথে যুক্ত আছেন। এছাড়া তিনি মডেলিং ও ম্যাগাজিনের সাথে কাজ করেন। ঋতাভরী তার মায়ের সাথে গ্রামের দরিদ্র মহিলাদের নিয়ে একটি এন জি ও চালান। ঋতাভরী বরাবরই বেড়াতে খুব পছন্দ করেন। আর তিনি দেশে বা বিদেশে যেখানেই বেড়াতে যান না কেন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি আপলোড করেন। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী চক্রবর্তী বেশ একটিভ ইনস্টাগ্রাম একাউন্টে প্রায় 2.5 মিলিয়ন ফলোয়ার্স আছে।
Ritabhari Chakraborty filmography
ঋতাভরীর অভিনয় ক্যারিয়ার সম্পূর্ণ নাটকীয় ভাবে শুরু হয়। তিনি যখন ক্লাস টেনে পড়েন অর্থাৎ মাত্র 15 বছর বয়সে প্রথম কাজ করার সুযোগ পান। প্রথমে তার মা এত কম বয়সে অভিনয়ে রাজি হননি, কিন্তু পরে পরিচালক বারবার রিকোয়েস্ট করাতে তিনি রাজি হয়ে যান। আর তারপরেই ঋতাভরী চক্রবর্তী প্রথম বাংলা সিরিয়াল “ওগো বধূ সুন্দরী” তে নায়িকার চরিত্রে হাতেখড়ি হয়। এরপর 2012 সালে প্রথম বাংলা সিনেমা “তবুও বসন্ত” তে অভিনয় করেন।
Ritabhari Chakraborty relationship
ঋতাভরীর ম্যারেজ স্ট্যাটাস এখনও সিঙ্গেল। অর্থাৎ তিনি অবিবাহিত। কিন্তু বেশ কিছু দিন ধরে তার সাথে তথাগত চট্টোপাধ্যায়ের রিলেশনের কথা কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে ঋতাভরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘বিয়ে করছি না’। তবে এর সাথে এটাও বলেন যে ডিসেম্বর 2021 তিনি বিয়ের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চান। প্রসঙ্গত উল্লেখযোগ্য 2021 সালের মাঝামাঝি সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন ও তার শরীরে পরপর দুবার অস্ত্রোপচার হয়। আর এই সময়ে তথাগত চট্টোপাধ্যায় তাকে মানসিক ভাবে জোর দেন ও ঋতাভরী চক্রবর্তী র জীবনের কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ান। এই প্রসঙ্গে ঋতাভরী আরও জানান 2023 সালে করোনা কেটে গেলে তার দেষ্টিনেশন ওয়েডিং করার ইচ্ছা আছে।
Ritabhari Chakraborty Wiki, Age, Height, Boyfriend, Family, Movie, Serial & More
Biography | |
প্রকৃত নাম (Real Name) | ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) |
Nick Name (বাড়ির নাম) | পাওলিন |
Profession (পেশা) | অভিনয়, মডেলিং ও প্রডিউসার |
আত্মপ্রকাশ (Debut) | প্রথম অভিনীত বাংলা সিরিয়াল – ওগো বধু সুন্দরী (২০০৯) প্রথম চলচ্চিত্র তবুও বসন্ত (২০১২) |
সিনেমা | 2012 দেবদূত ঘোষ পরিচালিত “তবুও বসন্ত” 2014 সৃজিত মুখার্জী পরিচালিত “চতুস্কোন” 2014 শতরুপা শ্যান্যাল পরিচালিত “Once upon a time in kolkata” 2015 বিশ্বরূপ বিস্বাস পরিচালিত “বাওয়াল” 2016 সৌরভ পালোধি পরিচালিত “কলকাতায় কলোম্বাস” 2018 প্রসেঞ্জিত রায় পরিচালিত হিন্দি সিনেমা “পরি” 2018 Dr Biju পরিচালিত ইংলিশ সিনেমা “Painting Life” 2019 সালে রাজ চক্রবর্তী পরিচালিত “শেষ থেকে শুরু” 2020 সালে অরিত্র মুখার্জী পরিচালিত “ব্রহ্মা জানেন গোপন কম্মটি” 2021 সালে জয়দীপ মুখার্জী পরিচালিত বাংলা সিনেমা “FIR” |
ওয়েব সিরিজ | |
পুরস্কার (Awards) | ২০১০ সালে স্টার জলসা এন্টারটেন্টমেন্ট এওয়ার্ড পান সেরা অভিনেত্রীর জন্য। এরপর ২০১০ সালে প্রতিদিন টেলি সম্মান পান বেস্ট ফিমেল দেবুট এরপর ২০১৪ সালে উত্তম কুমার কলা রত্ন পুরস্কার পান সেরা অভিনেত্রী |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 26.06.1992 |
বয়স (Age) | 27 Years |
জন্ম স্থান (Birth Place) | কোলকাতা, ওয়েস্ট বেঙ্গল |
ঠিকানা (Address) | Kolkata, India |
নাগরিকতা (Nationality) | Indian |
নিজের শহর (Home Town) | কোলকাতা |
বিদ্যালয় (School) | হরিয়ানা বিদ্যামন্দির, কোলকাতা |
কলেজ (College) | যাদবপুর ইউনিভার্সিটি, কোলকাতা |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | হিস্ট্রিতে গ্রাজুয়েট, |
ধর্ম (Religion) | Hinduism |
পরিবার (Family) | বাবা- উৎপলেন্দু চক্রবর্ত্তী মা- শতরূপা চক্রবর্ত্তী বোন- চিত্রাঙ্গদা চক্রবর্ত্তী |
ভাল লাগা (Hobbies) | ঘোড়ায় চড়া, গান শোনা, ঘুমানো, নাচা |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 170, 5.7 ft |
আনুমানিক ওজন (Weight) | 50 kg |
চোখের রঙ (Eye Colour) | Black |
চুলের রঙ (Hair Colour) | Black |
জুতা (Shoe Size) | 5 inch |
Favorite Things | |
প্রিয় খাবার (Favorite Dish) | বারগার, মুরগির মাংস, মাছ |
প্রিয় অভিনেতা (Favourite Actor) | Salman Khan, |
প্রিয় নায়িকা (Favourite Actress) | Vidya Balan |
প্রিয় গায়ক(Singer) | অনুপম রায় |
প্রিয় খেলা () | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় () | Update soon |
প্রিয় সিনেমা (Favourite Film) | Update soon |
প্রিয় রঙ (Favourite Colour) | গোলাপী, সবুজ, লাল |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | আমেরিকা |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | অবিবাহিত |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | তথাগত চট্টোপাধ্যায় |
স্বামী (Husband) | Update soon |
সন্তান (Daughter/Son) | Update soon |
Car Collection | Update soon |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | প্রতি সিনেমা পিছু ৫ লক্ষ টাকা নিয়ে থাকেন। |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | ১০ কোটি |
Reach To | |
ritabhari_chakraborty | |
Tweeter |