বাংলা সিনেমায় অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী Subhashree Ganguly। তবে তার জীবনে অভিনয়ে এই সফলতার চূড়ায় পৌঁছানো মোটেই সহজ ছিল না। শুভশ্রীর জন্ম স্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায়। ছোটবেলা থেকেই তাঁর নাচ ও অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। স্কুল জীবনে তিনি বিভিন্ন ছোট খাটো স্টেজ-শো তে অংশ গ্রহণ করেছিলেন। শুভশ্রীর এক সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা দেবপ্রসাদ গাঙ্গুলী একজন স্কুলের কেরানি ও মা বিনা গাঙ্গুলী একজন সাধারণ গৃহবধু। ছোটবেলা থেকেই শুভশ্রী পড়াশোনায় ভাল। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর শিলিগুড়িতে বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার ডিগ্রী করেন।
Subhashree Ganguly শুভশ্রী গাঙ্গুলী কেরিয়ারঃ
ক্যারিয়ারের শুরুতেই শুভশ্রী গাঙ্গুলী সিনেমা আসেননি। প্রথমে ক্যারিয়ার শুরু করেন মডেলিং ও টিভি-শো ইত্যাদি দিয়ে। শুভশ্রীর পরিবারের সবাই চাকুরীজীবী তাই অভিনয়তে তার মা আর দিদি ছাড়া তাকে কেউ সেরকম ভাবে উৎসাহ দেননি। বেশ কিছু স্ট্রাগলিং করার পরে 2006 সালে “আনন্দলোক নায়িকার খোঁজ” টিভি শোতে জয়ী হন। এরপর 2008 সালে ওড়িয়া সিনেমা “মাতে লা লাভ হেলারে” -তে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন। শুরুটা উড়িয়া সিনেমাতে হলেও এরপর জিৎ এর অভিনীত “পিতৃভূমি” সিনেমাতে একটা জুনিয়ার রোলে কাজ করার সুযোগ পান। আর এভাবেই শুভশ্রীর বাংলা সিনেমাতে এন্ট্রি হয়।
এরপর 2008 সালে অভিনেতা সোহমের “বাজিমাত” সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেন। এরপর শুভশ্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা সিনেমায় অভিনয় করে বাঙালির মনে নিজের জায়গা করে নেন। তারপর 2010 সালে রাজ চক্রবর্তী পরিচালিত “চ্যালেঞ্জ” সিনেমাতে অভিনেতা সাংসদ দেবের বিপরীতে অভিনয় করেন। আর এই সিনেমাটা সেই সময় এক ব্লকবাস্টার হিট সিনেমায় পরিণত হয়। চ্যালেঞ্জ সিনেমায় অভিনয়ের জন্য শুভশ্রী গাঙ্গুলীকে Subhashree Ganguly সেরা নায়িকা সম্মান পুরস্কার দেয়া হয়।
ব্যক্তিগতঃ
জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী র সাথে অভিনেতা তথা সাংসদ দেবের একটা হেডের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অবশেষে সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে শুভশ্রীর 2018 সালের মেয়ে বিখ্যাত চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সাথে বিয়ের গাঁটছড়া আবদ্ধ হন বলিউড ইন্ডাস্ট্রিতে হাইপ্রোফাইল কাপলদের মধ্যে রাজশ্রী নাম জায়গা করে নিয়েছে এরপর দুই হাজার কুড়ি সালে তাদের একটি পুত্র সন্তানের ইউভানের জন্ম হয়।
Biography | |
প্রকৃত নাম (Real Name) | Subhashree Ganguly শুভশ্রী গাঙ্গুলী |
Nick Name (বাড়ির নাম) | যশ |
Profession (পেশা) | অভিনয়, মডেলিং ও ড্যান্সিং |
আত্মপ্রকাশ (Debut) | ২০০৮ সালে প্রথম উড়িয়া ছবি Mate Ta Love Helare. এরপর ২০০৮ সালে বাংলা ছবি পিতৃভূমিতে জিতের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন। |
সিনেমা | এর পরে তিনি চ্যালেঞ্জ, পরান যাই জালিয়া রে (2009), রোমিও, খোকাবাবু (2012), খোকা 420 (2013), বস, গেম, আমি শুধু চাইছি তোমায় (2014), অভিমান, বস 2-এর মতো অসংখ্য ব্যবসাসফল বাংলা চলচ্চিত্র ছিল: ব্যাক টু রুল (2017), নবাব (2017), চালবাজ (2018), পরিণীতা (2019)। |
পুরস্কার (Awards) | ২০০৬ সালে আনন্দলোক ফেয়ার এভার এওয়ার্ড। ২০০৮ সালে বাজিমাৎ সিনেমায় আনন্দলোক সেরা মহিলা অভিনেত্রী পুরস্কার পান। এরপর ২০১০ সালে চ্যালেঞ্জ সিনেমায় সেরা অভিনেত্রী টেলিসিনে পুরস্কার পান। এছাড়া খোকা ৪২০ সিনেমার জন্য কলাকার অ্যাওয়ার্ড পুরস্কার পান। |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 03.11.1989 |
বয়স (Age) | 32 Years |
জন্ম স্থান (Birth Place) | Burdwan |
ঠিকানা (Address) | Kolkata |
নাগরিকতা (Nationality) | Indian |
নিজের শহর (Home Town) | Kolkata, India |
বিদ্যালয় (School) | বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল |
কলেজ (College) | শিলিগুড়িতে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন। এরপর ইন্ডিয়া ইন্সিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার ডিগ্রি করেন। |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | Graduate Engineer |
ধর্ম (Religion) | Hinduism |
পরিবার (Family) | বাবা- দেবপ্রসাদ গাঙ্গুলী এক জন স্কুলের ক্লার্ক মা- বিনা গাঙ্গুলী |
ভাল লাগা (Hobbies) | শপিং, গেমিং, ট্রাভেলিং, ডান্স |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 170, 5.7 ft |
আনুমানিক ওজন (Weight) | 75 kg |
চোখের রঙ (Eye Colour) | Black |
চুলের রঙ (Hair Colour) | Dark Brown |
জুতা (Shoe Size) | 6 inch |
Favorite Things | |
প্রিয় খাবার (Favorite Dish) | বিরিয়ানী ও পাস্তা |
প্রিয় অভিনেতা (Favourite Actor) | Salman Khan, John Abraham |
প্রিয় নায়িকা (Favourite Actress) | Alia Bhat |
প্রিয় গায়ক(Singer) | কিশোর কুমার |
প্রিয় খেলা () | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় () | সৌরভ গাঙ্গুলি |
প্রিয় সিনেমা (Favourite Film) | Rocky Series, Marley & Me, Mama, Light Out |
প্রিয় রঙ (Favourite Colour) | গোলাপি ও পিচ |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | গোয়া |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | বিবাহিত 11 May 2018 |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | রাজ চক্রবর্তী |
স্বামী (Husband) | রাজ চক্রবর্তী |
সন্তান (Daughter/Son) | পুত্র |
Car Collection | ভলবো |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | প্রতি সিনেমা পিছু ২০-৩০ লক্ষ টাকা নিয়ে থাকেন। |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | ১০ কোটি |
Reach To | |
SubhashreeGanguly | |
subhashreeganguly_real | |
Tweeter | subhashreesotwe |
Facts:
- শুভশ্রী গাঙ্গুলীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায়
- শুভশ্রী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার ডিগ্রী করেছেন
- অভিনয়ের পাশাপাশি শুভশ্রী একজন ভালো ডান্সার
- বাংলা সিনেমা প্রথম পিতৃভূমি সিনেমাতে অভিনেতা জিৎ এর বোনের অভিনয় করেন
- তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো চ্যালেঞ্জ পরান যায় জুলিয়া রে খোকা 420 রোমিও খোকাবাবু বস ইত্যাদি
- শুভশ্রী প্রিয় খাবার বিরিয়ানি পাস্তা
- শুভশ্রী গাঙ্গুলী স্বামীর নাম রাজ চক্রবর্তী
- বর্তমানে তারা দুজন কলকাতা সাউথ সিটি থাকেন
- রাজ ও শুভশ্রীর একটি পুত্র সন্তান আছে তার নাম ইউভান
- বাংলা সিনেমার অন্যান্য জনপ্রিয় নায়িকারা হলেন মিমি চক্রবর্তী, পায়েল সরকার, নুসরত জাহান