যশ দাশগুপ্ত Yash Dasgupta বাংলা সিনেমা ও সিরিয়ালের অন্যতম সেরা সফল অভিনেতা। যশ প্রথম থেকেই অভিনয়, মডেলিং এগুলোর প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। যশ দাশগুপ্ত 2006 সালে মডেল হিসেবে কাজ শুরু করেন। তিনি ক্যারিয়ারের শুরুতে একটা জিমের ইন্সট্রাকটার হিসেবে কাজ করেন। গ্রেজুয়েশন পাস করেই মুম্বাই রোশন তানিজা স্কুল ওব অ্যাকটিং স্কুল থেকে অভিনয় শিখে ছিলেন। অভিনয়ের সাথে সাথে Shiamak Davar এর ডান্স ইন্সিটিউট থেকে নাচ শেখেন। অভিনয় শুরুর দিকে বেশ কতকগুলি হিন্দি সিরিয়ালে অভিনয় করেন। তিনি প্রথম কালার্স টিভিতে ‘কোই আনে কো হে’ সিরিয়ালে একটা রোলে অভিনয় করেন। যশ দাশগুপ্ত অভিনীত সিরিয়াল গুলি হল কোই আনে কো হে, বাসীরা, বন্দিনী, না আনা ইস দেশ লাডো, মহিমা সানি দেব কি, আদালত।
কেরিয়ার
এরপর যশ স্টার জলসা চ্যানেল এ ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেন। যশ ও মধুমিতা সরকার এর অভিনীত ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালটা খুবই জনপ্রিয় হয়। আর এরপর থেকেই যশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পর পর একের পর এক ভাল কাজের সুযোগ তার সামনে চলে আসে। তার অভিনীত প্রথম বাংলা সিনেমা হল ‘পাগল প্রেমী’। কিন্তু সেটা বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এরপর যশ 2017 সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাতে যশের নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। আর এই সিনেমাটা সুপারহিট হয় ও যশের অভিনয় যথেষ্ট প্রশংসা পায়। এরপর একের পর এক ভালো ভালো বাংলা সিনেমা করেছেন। যেমন ওয়ান, টোটাল দাদাগিরি, ফিদা ইত্যাদি।
যশ দাশগুপ্ত Yash Dasgupta রাজনীতি
কৈলাশ বিজয় বর্গী ও মুকুল রায়ের উপস্থিতিতে যশ দাশগুপ্ত বিজেপির পতাকা নিজের হাতে তুলে নিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি বলে ছিলেন, “যদি সিষ্টেমের পরিবর্তন করতে হয় তাহলে নিজেকে সিস্টেমের একটা অংশ হতে হবে”। যদিও তার ক্লোজ ফ্রেন্ড নুসরাত জাহান লোকসভার এমপি তৃণমূল কংগ্রেস পার্টি করেন। যশ এরপর 2021 সালে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে চন্ডীতলা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তিনি ভোটে জিততে পারেননি। নিকটবর্তী তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দী স্বাতী খন্দকারের কাছে হেরে যান।
যশ দাশগুপ্ত Yash Dasgupta ব্যক্তিগত
যশের বাবা দীপক দাশগুপ্ত পেশায় একজন ট্রান্সপোর্ট বিজনেস ম্যান। এর ফলে ছোটবেলা থেকেই যশকে ভারতের বিভিন্ন শহরে পরিবারের সাথে ঘুরতে হয়। সেই কারণে তার স্কুল জীবন ভারতের বিভিন্ন শহরের হয়েছে। যশ স্কুলজীবনে মুম্বাই, মধ্যপ্রদেশ, দিল্লি, সিকিম ইত্যাদি বিভিন্ন রাজ্যের স্কুল থেকে পড়াশোনা চালিয়ে গেছেন। অবশেষে মধ্যপ্রদেশ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। যশ তার বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি যখন ইলেভেন টুয়েলভে পড়ছেন তখন তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আর সেই কারণে যশের কিছুদিনের জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটে ছিল।
যশ কুকুর খুব ভালোবাসেন। তার কাছে তিনটি পোষা কুকুর আছে। একটির নাম হ্যাপি, আরেকটি নাম ব্রুটাস ও অন্যটির নাম হল লিও। তিনি শরীর চর্চার ব্যাপারে খুবিই সিরিয়াস। যশ নিয়মিত জিমে যান ও স্বাস্থকর খাবার খেয়ে ভাল বাসেন।
Height, Age, Wife, Family, Children, Biography
Biography | |
প্রকৃত নাম (Real Name) | যশ দাসগুপ্ত (Yash Dasgupta) |
Nick Name (বাড়ির নাম) | যশ |
Profession (পেশা) | অভিনয় ও মডেলিং |
আত্মপ্রকাশ (Debut) | ২০০৯ সালে প্রথম Colors TV serial – koi aane ko hai. স্টার জলসা চ্যানেলে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। |
সিনেমা | ২০১৬ সালে প্রথম সিনেমা গাংস্টার -এ জসের নায়িকা মিমি চক্রবর্তী। ২০১৭ সালে ‘ওয়ান’ সিনেমাতে জসের সহ অভিনেতা ছিলেন প্রসেঞ্জিত চ্যাটার্জি ও নায়িকা নুসরত জাহান। ২০১৮ সালে ‘ফিদা’ সিনেমাতে জসের নায়িকা সঞ্জনা ব্যানার্জী। ২০১৮ সালে ‘টোটাল দাদাগিরি’ সিনেমাতে জসের নায়িকা মিমি চক্রবর্তী। ২০১৯ সালে ‘মন জানে না’ সিনেমাতে জসের নায়িকা মিমি চক্রবর্তী। |
পুরস্কার (Awards) | 2014 সালে Best Actor টেলি সম্মান অ্যাওয়ার্ড পান ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে অভিনয়ের জন্য। 2015 সালে সেরা অভিনেতা ও সেরা জুটি টেলি একাডেমি অ্যাওয়ার্ড পান বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের জন্য। এরপর 2017 সালে Best Debutant স্টার জলসা অ্যাওয়ার্ড পান গ্যাংস্টার সিনেমা অভিনয় করার জন্য। |
Personal Life | |
জন্ম তারিখ (Date of Birth) | 10.10.1985 |
বয়স (Age) | 35 Years |
জন্ম স্থান (Birth Place) | Kolkata |
ঠিকানা (Address) | Kolkata |
নাগরিকতা (Nationality) | Indian |
নিজের শহর (Home Town) | Kolkata, India |
বিদ্যালয় (School) | নেভি চিলড্রেন স্কুল |
কলেজ (College) | মধ্যপ্রদেশ থেকে স্নাতক পাশ করেন |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | Graduate |
ধর্ম (Religion) | Hinduism |
পরিবার (Family) | বাবা- দিপক দাসগুপ্ত। এক জন ট্রান্সপোর্ট বিসনেস। মা- জয়ন্তি দাসগুপ্ত। |
ভাল লাগা (Hobbies) | সিনেমা দেখা, ছবি তোলা, বই পড়া |
Physical Stats & More | |
আনুমানিক উচ্চতা (Height) | 183 cm, 6 ft |
আনুমানিক ওজন (Weight) | 75 kg |
চোখের রঙ (Eye Colour) | Black |
চুলের রঙ (Hair Colour) | Black |
জুতা (Shoe Size) | 6 inch |
Favorite Things | |
প্রিয় খাবার (Favorite Dish) | নিরামিষ খাবার খান। বিরিয়ানী, পিজা |
প্রিয় অভিনেতা (Favourite Actor) | Prosenjit Chatterjee, Shahrukh Khan, আল পা সিনো |
প্রিয় নায়িকা (Favourite Actress) | Zelana zuli, Deepika Padukone, Priyanka Chopra |
প্রিয় গায়ক(Singer) | Kishore Kumar |
প্রিয় খেলা () | Cricket |
প্রিয় খেলোয়াড় () | জানা নেই |
প্রিয় সিনেমা (Favourite Film) | Rocky Series, Marley & Me, Mama, Light Out |
প্রিয় রঙ (Favourite Colour) | Black, Blue |
প্রিয় ভ্রমণ স্থান (Favourite Destination) | London, Goa, Turkey |
Relationships & More | |
বিবাহ (Marital Status) | Unmarried |
সম্পর্ক (Affairs/ Boyfriend) | Nusrat Jahan |
স্বামী (Husband) | NA |
সন্তান (Daughter/Son) | NA |
Car Collection | Audi, BMW |
Money Factors | |
আনুমানিক মাসিক উপার্জন (Salary) | প্রতি সিনেমা পিছু ৪০-৫০ লক্ষ টাকা নিয়ে থাকেন। |
আনুমানিক মোট সম্পত্তি (Net Worth) | ৩০ কোটি |
Reach To | |
Yash | |
yashdasgupta | |
Tweeter |